একজন সাস্টিয়ান হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। একটা সুন্দর উদ্যোগকে তথাকথিত আন্দোলনের নামে মেরা ফেলা হলো... শাহজালালের নামে হলেও এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা সারা বাংলাদেশের মানুষের টাকায় চলে, মাজারের টাকায় নয়। আর সিলেটের মানুষ অনগ্রসর জনগণও নয়, আবার তাদের মেধাও অন্য জেলার মানুষের তুলনায় কম নয়, তাহলে এই নির্লজ্জ কোটা সুবিধার দাবি কেন? একটা পাবলিব বিশ্ববিদ্যালয় একটা এলাকার অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর সুবিধা সিলেটের মানুষ ভোগ করছে। এরপরও কোটা নামের এই অন্যায় দাবি কেন??? অনতিবিলম্বে এই ধরনের অরাজকতা বন্ধ করে বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। জাফর স্যার ও ইয়াসমিন ম্যামকে সস্মানে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।