আমাদের কথা খুঁজে নিন

   

রেলপথে নাশকতা চলছেই

অবরোধকারীরা বুধবার ভোরে জয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলায় চার ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত হয়। সিরাজগঞ্জে গভীর রাতে রেললাইন কেটে ফেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এখনো সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। সকালে যশোরের রূপদিয়া স্টেশনের কাছে রেললাইন উপড়ে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা। চাঁদপুরে দ্বিতীয় দিনের মতো রেললাইনে আগুন ধরিয়েছে অবরোধকারী।

এদিকে আগের রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে দুর্ঘটনাকবলিত অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সরানো গেলেও লাইন মেরামত শেষ না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর স্টেশন মাস্টার সাখাওয়াৎ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজেন্দ্রপুরে ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একারণে ময়মনসিংহ, জামালপুর রুটের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। এছাড়া কমলাপুর থেকে সকালে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে জানান তিনি। অবরোধের প্রথম দিন ফিসপ্লেট খুলে ফেলায় ময়মনসিংহের শ্যামগঞ্জে দুর্ঘটনায় পড়ে আন্তঃনগর হাওর এক্সপ্রেস।

কসবায় রেললাইন উপড়ে ফেলার পাশাপাশি দুটি ট্রেনে হামলা ও অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। রেলস্টেশন ও ট্রেনে হামলা হয় নাটোর ও লালমনিরহাটের মহেন্দ্রনগরেও। এর আগে গত ফেব্রুয়ারিতেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে জামায়াত নেতাকর্মীরা একইভাবে দেশজুড়ে রেলপথ ও অবকাঠামো লক্ষ্য করে নাশকতা চালায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।