চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই !
আমাদের দেশে এরকম বুলেট ট্রেন চালু না হলেও মাঝারী ধরনের দ্রুত গতির ট্রেন চালু করা নিশ্চয়ই যায় । ২০২১ সালের মধ্যে কী এটা আশা করা যায় আমাদের নেত্রীদের কাছে ।
বর্তমান রেলপথমন্ত্রী চীনে সফরে গিয়ে এ ট্রেন চড়ার অভিজ্ঞতা নিয়ে আসুন ।
চীনে আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম রেলপথে দ্রুতগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজধানী বেইজিং থেকে প্রায় দুই হাজার ২৯৮ কিলোমিটারের দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে ট্রেনটি দক্ষিণাঞ্চলের গুয়ানজোও নগর পর্যন্ত পৌঁছাবে।
ট্রেনটির গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার। নির্দিষ্ট পথ পাড়ি দিতে বর্তমানের ২২ ঘণ্টার স্থলে ১০ ঘণ্টারও কম সময় লাগবে।
চীনের অবিসংবাদিত বিপ্লবী নেতা মাও সেতুংয়ের জন্মদিন উপলক্ষে আজ ট্রেনটির উদ্বোধন করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা দাবি করেছেন, বুলেট ট্রেনটিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বিশ্বের দ্রুতগতির ট্রেন চালু করে খ্যাতি কুড়িয়েছে চীন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।