আমাদের কথা খুঁজে নিন

   

আমি মৃত্যুর প্রতি অনাস্থা জানালাম

কত জানালার কাছে কাতারে কাতার- মানুষ জমেছে, দাবি গরাদ ভাঙার- ভাঙ্গে যেন জানলার গরাদ সবার

এবং আমি অনাস্থা জানালাম, তাদের চড়ুইভাতি মধুচন্দ্রিমায়, আমি বিদ্রোহ ঘোষণা করছি সেইসব জন গণ গণ্যমান্যদের মৃত্যুর স্বাস্থ্যপান করে চুমুক দিচ্ছি বিস্বাদ পেয়ালায় যার শরীর থেকে ভেসে আসছে দগ্ধ মাংস, আমার শরীরে ক্রমশ ঢুকে যাচ্ছে আগুন আমি পুড়তে দেখছি আমাকেই বুলেট মালা পরা কাপালিক রক্ত তিলক চোখে তাকিয়ে জানিয়ে দিচ্ছে শকুনের সাথে অস্তিত্বের লড়াই আসন্ন ওদের ক্ষমতা হিংসা যুদ্ধে, ওরা কুরুক্ষেত্র ছড়াবে অনার্য জনপদ ক্রমশ দখল করে নেবে আমাদের ঘুমের জমিনটুকু। আমি এই মৃত্যুর প্রতি জানাচ্ছি বিদ্রোহ, ওদের ক্ষমতা লোলুপ জিহ্বে আমি দেখছি ধূর্ত ইবলিস ওরা ছারখার করে দেবে, ওরা ওদের পিতার শরীর খুবলে খেয়ে তুষ্ট নয়, ওরা সর্বভুক জিঘাংসায় জড়িয়ে নিচ্ছে নিরাপদ আঁচল, মায়ের শরীরের শেষটুকু ওমে ওদের পৌষমাস সর্বনাশক্ষুধা উদর পেতেছে আর নষ্ট-জরায়ু সংক্রমণে ওরাই পতাকা সংবিধান আর গালভরা বুলিতে ছড়াচ্ছে কুরুক্ষেত্র অনার্য জনপদে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.