আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ কোটি টাকার টেন্ডার নিয়ে পাল্টাপাল্টù

ফরিদপুরে এলজিইডির ব্রিজ নির্মাণের ৫ কোটি ১৩ লাখ ৭১ হাজার টাকার দুটি টেন্ডার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। কাজ পাওয়া ঠিকাদারদের অভিযোগ একটি পক্ষ সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে। অপর পক্ষের দাবি টেন্ডার নিয়মতান্ত্রিকভাবে হয়নি। এ নিয়ে ঠিকাদারদের মাঝে চরম উত্তেজনা চলছে। গতকাল সংবাদ সম্মেলন করে ঠিকাদারদের একটি পক্ষ জানায়, ফরিদপুর শহরের উপকণ্ঠে দুই গ্রুপের টেন্ডার আহ্বান করে এলজিইডি। যার শিডিউল জমাদানের সময় স্থানীয় কয়েক ব্যক্তি শিডিউল কিনতে ঠিকাদারদের বাধা দেয়। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় থাকা কতিপয় ব্যক্তি এ টেন্ডারে শিডিউল কিনতে দেয়নি। ফলে অনেক ঠিকাদার শিডিউল কিনতে পারেননি। সংবাদ সম্মেলন থেকে এ টেন্ডার বাতিল করে আবার টেন্ডার আহ্বানের দাবি জানানো হয়। অপরদিকে, যারা টেন্ডারে অংশ নিয়ে কাজ পেয়েছেন তাদের দাবি, ঠিকাদার নামধারী কতিপয় ব্যক্তি তাদের কাছে বেশকিছু টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা অপপ্রচার চালাচ্ছেন। টেন্ডার নিয়ে কোনো সমস্যা হয়নি এবং কেউ শিডিউল কিনতে বাধা প্রদান করেননি বলে জানিয়েছেন ফরিদপুরের এলজিইডির ঊধর্্বতন এক কর্মকর্তা। নামপ্রকাশ না করার শর্তে তিনি বলেন, নিয়মানুযায়ী সবকিছুই হয়েছে। যেহেতু ৪/৫ জায়গায় টেন্ডার জমাদানের ব্যবস্থা ছিল সেহেতু টেন্ডার জমা না দিতে পারার বিষয়টি একেবারেই মিথ্যা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.