গতকাল কোস্টগার্ডের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২৬ জন কর্মকর্তা ও মরণোত্তর একজনসহ ১৪ জন নাবিককে কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, কোস্টগার্ড পদক (সেবা) ও প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক (সেবা) দেওয়া হয়। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে পদক প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেনসহ সামরিক-বেসামরিক ঊধর্্বতন কর্মকর্তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।