একই রকম ভিতর-বাহির . . . . .
দুইদিন আগের ঘটনা :
ভাতের থালা সামনে নিয়ে টিভি'তে খবর শুনছি, দেখছি। মুখ কিছুটা গুমরা করে পাশেই বসা নাযিফ, ওর কার্টুন চ্যানেল বদল করেছি বলে।
সংবাদ পাঠিকা সিইসি শব্দটা উচ্চারণ করা মাত্রই নাযিফের প্রশ্ন -
"বাবা সিসি মানে কি?"
"ওই শব্দটা সিসি না, সিইসি। " -কিছুটা বিরক্তি নিয়েই বললাম।
"সিইসি? বুঝছি, মানে কি বাবা? "
"মানে তুমি বুঝবানা।
"
"বুঝমু, তুমি আগে বলো। "
সিইসি এ্যালোবোরেট করলে যা হয় তা বললে ও কিছুই বুঝবেনা। ভাবছি কি বলবো! হঠাৎ আপনাআপনি মুখ দিয়ে বের হলো :
বর্তমান
The CEC of Bangladesh is -
By the Awami League.
Of the Awami League.
For the Awami League.
"এখন বুঝছো বাবা সিইসি মানে কি? "
"হুম বুঝছি, শেখ হাসিনা। " - ওর মুখে বিজয়ের হাসি।
প্রতি উত্তরে বলার মতো কিছুই মাথায় আসলো না।
অগত্যা টিভি বন্ধ করে ওকে খাওয়াতে শুরু করলাম আবার........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।