আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে হরতাল-অবরোধ চলছে

লক্ষ্মীপুরে ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধের সময়ে জেলার রামগঞ্জে আজ রবিবার বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে সকাল সন্ধ্য হরতাল পালন করছে যুবদল নেতা কর্মীরা। দলীয় নেতা মনির হোসেন হত্যার প্রতিবাদে এ হরতাল আহবান করে উপজেলা যুবদল।

একদিকে সকালে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে অবরোধ পালন করছে ১৮ দলের নেতা কর্মীরা। এ সময় তারা টায়ারে অগ্নিসংযোগ করে রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক ও লক্ষ্মীপুর -ভোলা বরিশাল সড়কসহ বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

অন্যদিকে জেলার রামগঞ্জ উপজেলায় সকাল সাড়ে ১০ টায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও যুবদল। হরতাল ও অবরোধে রামগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

গত শুক্রবার সকালে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়া গ্রাম থেকে এক অজ্ঞাত পরিচয়ে যুবকের হাত পা বাধা ও গলাকাট লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাকে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক দাবী করে এর প্রতিবাদে এ হরতাল ঘোষনা করে উপজেলা যুবদল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.