আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমেই খালেদার সঙ্গে বসবেন সুজাতা

বুধবার ঢাকায় নেমে বিকালেই তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করবেন। সফরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে।  
বিএনপির সহসভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটের বিরোধীদলীয় নেতার গুলশানের বাড়িতে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের সময়সূচি নির্ধারিত হয়েছে।
সুজাতা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
সুজাতার আকস্মিক এই সফরের বিষয়বস্তু কোনো তরফেই জানানো হয়নি।

তবে চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে তার এই সফরকে রাজনৈতিক পর্যবেক্ষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন।

দুদিনের সফর শেষে বৃহস্পতিবারই ফিরে যাবেন সুজাতা। তার পরদিনই ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো।
বাংলাদেশে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চায় প্রধান বিরোধী দল, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘সর্বদলীয়’ সরকার  গঠন করে নির্বাচনের পথে এগোচ্ছে।  
এর মধ্যে নির্বাচন কমিশন গত সোমবার তফসিল ঘোষণা করলে বিরোধী দল টানা অবরোধ চালিয়ে যাচ্ছে, যাতে সংঘাতে ৩০ জনের বেশি নিহত হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.