আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম দিনই দুই সেঞ্চুরি

ডানেডিন টেস্টের প্রথম দিনই রানের বন্যা। তিন উইকেটে ৩৬৭ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। উইকেট হারাতে হয়েছে মাত্র তিনটি। সেঞ্চুরি করেছেন অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম ও রস টেলর। হাফ সেঞ্চুরিও হয়েছে দুটি।

দুই ওপেনার পিটার ফুলটন ও হামিশ রাদারফোর্ড নিউজিল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন। হাফ সেঞ্চুরি দুটিও করেছেন তারাই। সব মিলে ডানেডিন টেস্টের প্রথম দিনটা নিজের করে নিয়েছে নিউজিল্যান্ড। কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের সাবেক গতি তারকা শেন বন্ড নিজের দেশের উইকেট নিয়ে সমালোচনা করেছেন। উপমহাদেশে এসে বার বার নাস্তানাবুদ হওয়ার কারণে এবার ক্রিকেট নিউজিল্যান্ড তাদের উইকেটগুলো ব্যাটিং সহায়ক করে তৈরি করেছেন।

উইকেট থেকে নাকি পেসাররা খুব একটা সহায়তা পাবে না। কিন্তু রান হবে অনেক বেশি। ব্যাটিং সহায়ক উইকেট তৈরি নিয়ে যেখানে এতো আলোচনা, তারপরেও উইকেট বুঝতে ভুল করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। টস জিতে নিয়েছেন ব্যাটিং। অবশ্য বোকামির দণ্ডও তাকে দিতে হয়েছে।

প্রথম দিনই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। বোলাররা কোনো সুবিধাই করতে পারছেন। তাই আজ দ্বিতীয় দিনে হয়তো আরও খারাপ মুহূর্ত অপেক্ষা করছে সফরকারীদের সামনে। কেননা দুই সেঞ্চুরিয়ান রস টেলর ও ব্রান্ডন ম্যাককালাম রয়েছেন অপরাজিত। তাছাড়া গতকাল কিউই ব্যাটসম্যানরা রান তুলেছেন ওয়ানডে স্টাইলে।

প্রথম দিন ওভার প্রতি গড় ৪.০৭।

উদ্বোধনী জুটিতেই এসেছে ৯৫ রান। উইকেটের যে অবস্থা, তাতে ব্যাটসম্যানদের জন্য প্রথম সেশনটাই ছিল একটু কঠিন। সকালে ময়েশ্চার ছিল উইকেটে। কিন্তু ধীরে ধীরে উইকেট যেন একেবারে ফ্লাট হয়ে যায়।

কিউই অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম তো শুরু থেকেই টি-২০ ম্যাচ মনে করে খেলেছেন। তাই তো দেখা যায় সেঞ্চুরি পূরণ করেছেন মাত্র ১০১ বলে। অপরাজিত ১০৯ রানের ইনিংসে ম্যাককালাম ১৪ বাউন্ডারি ও ৩টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। টেস্ট ক্রিকেটে এটি কিউই অধিনায়কের সপ্তম সেঞ্চুরি। তবে গত তিন বছরের মধ্যে প্রথম।

তবে ম্যাককালামের তুলনায় কিছুটা ধীর গতিতে খেলেছেন রস টেলর। তার সেঞ্চুরিটি এসেছে ১৫১ বলে। এটি টেলরের টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি।

দিন শেষে এই কিউই ব্যাটসম্যান অপরাজিত রয়েছেন ১০৩ রানে। চতুর্থ উইকেটে টেলর-ম্যাককালাম মিলে অপরাজিত ১৮২ রানের জুটি গড়েছেন।

আজ দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের প্রধান কাজই হবে এই জুটি যত দ্রুত সম্ভব ভেঙে ফেলা। তাছাড়া যে গতিতে রান আসছে, তাতে শেষ পর্যন্ত হয়তো রান বন্যায় ভেসেই যেতে পারে ক্যারিবীয়রা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.