নিপুণ লেখনির শাণিত গর্জন...লিখব আজ নিপুণ কথন .. সাভারের বাতাসে এখন শুধু লাশের গন্ধ! অসহায়, হতভাগা ওইসব ভাইবোনদের জন্য আমরা কিছুই করতে পারিনি । বারবার দুর্ঘটনা সত্ত্বেও আমরা সাবধান হইনি । বরং ড্যাম কেয়ার মানসিকতা নিয়ে চলেছি । একটি দুর্ঘটনা ঘটে, কিছুদিন গণমাধ্যম জুড়ে তার খবর থাকে, কিছু ক্ষতিপূরণ দেয়া হয়, তদন্ত কমিটি গঠিত হয় । দুদিন পর আবার যা তাই! এভাবে আর কত দিন? যাদের জীবনের নিরাপত্তা দিতে পারিনি, সেইসব হতভাগা মানুষের লাশের সামনে দাড়িয়ে দু'ফোঁটা চোখের জল ফেলার অধিকার আমাদের নেই । আহতদের অনেকে দাবি করেছেন, তাদেরকে নাকি বিল্ডিং এর ফাটল দেখা সত্বেও জোর করে বিল্ডিং এ ঢোকানো হয়েছে । তাদের দাবি যদি সঠিক হয়ে থাকে, তাহলে দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি । নিমতলী, তাজরিন... আর লাশ চাই না । যে করেই হোক, এবার লাশের খেলা বন্ধ করা হোক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।