আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় গাছের গুড়ি ও বালির বস্তা ফেলে অবরোধ

জেলার বিভিন্ন স্থানে সড়কের উপর গাছের গুড়ি ফেলে, বাঁশ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ও মাটির ঢিবি তৈরী করে শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অবরোধকারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের পলাশপোল এলাকায় অবরোধ সমর্থকরা ৫ টি ককটেল বিস্ফোরন ঘটায়।

শহরের অদূরে কদমতলা এলাকায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও বাঁশ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে অবরোধ সমর্থক জামায়াত-শিবির কর্মীরা। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।

এদিকে, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় গাছ কেটে ও সড়কের উপর বসে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করে অবরোধ সমর্থকরা।

সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতা, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, কুল্লার মোড় এলাকায় সড়কের উপর গাছের গুড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছন্ন করে রাখে অবরোধ সমর্থকরা। এর ফলে সাতক্ষীরার সাথে অন্যান্য জেলা ও উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অপরদিকে, অবরোধের কারনে সাতক্ষীরার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। ভোমরা স্থল বন্দরের আমাদানী-রপ্তানী কার্যক্রম দীর্ঘ ৬ দিন ধরে বন্ধ আছে। নাশকতা এড়াতে সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.