আমি মন্টু, সোনার কারিগর।
আগুনে সোনা পুড়ে , গড়ি বাংলার ঘর ।
হরতালে পুড়ি আমি, পোড়ে আমার দেশ,
সেই তাপেতে খাটি হয় আমার দিদিরা বেশ।
আমার দিদি খালেদা , আমার দিদি হাসিনা ।
ক্ষমতার লোভে বলি দিতে আমাকেও তাঁরা ছাড়েনা ।
সংলাপ বা সমঝতা, কি বা তার মানে
আমার দিদিরা সত্যিই কি তা জানে?
ন্যায় বা সাম্য কি, দিদিরা কি তা মানে?
ক্ষমতা কাঠামোর বদল কবে হবে,
কে বা তা জানে?
সর্বদলিয় আর নির্দলিয় বলে কা কা করে নেতারা ।
দেশ প্রেমের ব্যাজ লাগিয়ে ঘোরেন শুধু তাঁরা।
শোষন আর নিপিড়ন চালান সর্বক্ষন
মানুষ মেরে আর মানুষ ধরে
হন দিদিদের স্নেহ ভাজন,
গনতন্ত্রের নির্মান ব্যবসায় , তৈরী সজিব আর তারেক
আগুনে পুড়ে মরে শুধু মন্টু,আাসাদ এবং আরও অনেক।
বেচে থাকার নিশ্চয়তা শুধু আমরা পাইনা ।
অসহনীয় অচলাবস্থা পাবলিক আর চায়না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।