অবরোধের আগুনে মাটি হয়ে গেল একটি পরিবারের আনন্দ। এলোমেলো হয়ে গেল সব পরিকল্পনা। পরিবারের সব সদস্যের মধ্যে এখন দুশ্চিন্তা আতঙ্ক আর হতাশা। আগামী শুক্রবার আলমগীরের ভাই আনিসের বিয়ের অনুষ্ঠান নির্ধারিত। অনুষ্ঠানের বিভিন্ন কাজ ও অবরোধে নাশকতার আশঙ্কায় বাবা ইউনুছ শেখ আলমগীরকে বাসের হেলপারের কাজ বন্ধ রাখার জন্য বকাঝকাও করেছিলেন। কিন্তু তাতেও বাদ সাধেনি। এতে উল্টো এক সপ্তাহ বাসায় যাননি আলমগীর। শেষে বাবার আশঙ্কাই কাল হয়ে দেখা দিল তার। বাসের পেছনের সিটে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে দগ্ধ আলমগীর এখন বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন। বার্ন ইউনিটে এখন শুধুই হাহাকার আর কেবল পচা গন্ধ।
গতকাল বার্ন ইউনিটে ভাইয়ের পাশে থাকা আনিস জানায়, শুক্রবার বিয়ে উপলক্ষে বাড়িতে সব আয়োজন করা হয়েছে। কিন্তু এ সময়ে ঘটে গেল ভাইয়ের দুর্ঘটনা। সবাই এখন ভাইকে নিয়ে দুশ্চিন্তায়। পরিবার-পরিজনের সারাদিন বার্ন ইউনিটে ছোটাছুটি।
কুমিল্লায় অবরোধের আগুনে দগ্ধ অটোরিকশা চালক মো. রুবেল মিয়ার দুই পায়ের ব্যান্ডেজ খুলে নতুন করে দেওয়া হয়েছে। অটোরিকশা চালক সবেদ আলীর বাম হাতের পোড়া ক্ষত শুকাতে বেগ পেতে হচ্ছে। সেই সঙ্গে সবেদ আলী আপ্রাণ চেষ্টা করছেন তার বাম হাতটির চেতনা ফিরিয়ে আনতে। নিয়ম করে হাতের ব্যয়াম করছেন তিনি। তার স্ত্রী জানান, আমরা গরিব মানুষ। ট্যাকা নাই। কদমতলা বাসাত যাইবার ট্যাকাও নাই। কেমনে কি করি বুঝ আইতেছে না। বার্ন ইউনিটের চারতলায় উপুড় হয়ে শুয়ে আছেন দর্জি কামাল হোসেন। তার শরীরেও নতুন ব্যান্ডেজ দেওয়া হয়েছে। তবে তিনি টাকার অভাবে ভালো খাবার খেতে পারছেন না বলে জানালেন। বার্ন ইউনিটে কেবল পচা গন্ধ। যন্ত্রণা-কাতর মানুষগুলোর হাহাকার। স্বজনদের ব্যস্ততা। প্রিয়জনকে তাড়াতাড়ি সুস্থ করার বাড়তি যত্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডা. পার্থ শংকর পাল জানান, গতকাল পর্যন্ত নাশকতার আগুনে পোড়া ১২৩ জন বার্ন ইউনিটে এসেছেন। তাদের মধ্যে ৮১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ৩০ জন। এদের মধ্যে আইসিইউতে আছেন পাঁচজন। এই পাঁচজনের মধ্যে চারজন শাহবাগে বাসে পেট্রল বোমা হামলায় দগ্ধ হয়েছিলেন। আগুনে পোড়া অন্তত ১২ জন এ পর্যন্ত মারা গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।