জমে উঠেছে রাজধানীর সিটি আইটি মেলা। আজ সাপ্তাহিক ছুটি থাকলেও চলবে এ মেলা। 'বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা' স্লোগান নিয়ে দেশের একক বৃহত্তম কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে নানা আয়োজনের এ মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রতিদিনই নতুন নতুন বিভিন্ন পণ্যে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। মেলার নিচতলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন। মেলায় ক্যানন ইমেজ ক্লাস মাল্টিফাংশন ৩০১০ লেজার প্রিন্টার পাওয়া যাবে ১৮ হাজার ৫০০ টাকায়। প্রতিটি প্রিন্টারের সঙ্গে থাকছে একটি ফ্রি টি-শার্ট। মেলার এমন আয়োজন আর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিদিনই মেলায় নানা ধরনের পণ্যে যেমন ছাড় দেওয়া হচ্ছে তেমনি উপহারও দেওয়া হচ্ছে বলে জানালেন মেলার আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির মহাসচিব এ এন এম কামরুজ্জামান। তিনি বলেন, 'দর্শকদের জন্য এ মেলা। আমরা চাই দর্শকরা মেলায় এসে নানা ধরনের সুবিধার প্রযুক্তি পণ্য যাতে সহজে কিনতে পারেন। * ইনফোটেক ডেস্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।