ইনজুরি সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট খেলবেন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন। পঞ্চম টেস্টের জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তাই ওভাল টেস্টে পিটারসেনের খেলাটা নিশ্চিত বলে এক বিবৃতিতে জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ড সফরে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন পিটারসেন। সিরিজের মাঝপথেই তাকে দেশে ফিরতে হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার হাঁটুতে অস্ত্রোপচার করার পরামর্শ দিলেও অ্যাশেজ সিরিজে খেলার কথা চিন্তা করে তা শুনেননি পিটারসেন। অস্ত্রোপচারে না গিয়ে ব্যথানাশক ওষুধ সেবন করেই সিরিজের প্রথম টেস্ট থেকে খেলেছেন তিনি। তাই প্রত্যেক টেস্টের আগেই আলাদাভাবে ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে তাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।