আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানইউ-চেলসি কেউ জেতেনি

ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির সাম্প্রতিক অতীত সফলতা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন হোসে মরিনহো। তবে মরিনহোকে রুখার সব অস্ত্রই প্রস্তুত ছিল ময়েসের। ফেবারিট দুই পক্ষ শতভাগ প্রস্তুত হলে ফলাফল কি হতে পারে, তার প্রমাণই দিল ম্যানইউ-চেলসি। গত সোমবার মধ্য রাতে ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্য ড্র করেছে দুই দল। ওয়েইন রুনিকে মৌসুমে প্রথমবারের মতো প্রথম একাদশে স্থান দিলেন ময়েস চেলসির বিপক্ষেই। রেড ডেভিলদের প্রতি রুনির অনুরাগ দেখে মরিনহো এবার বলেই দিলেন, রুনি ইচ্ছা করলে ম্যানইউতেও থাকতে পারে। কেনই বা বলবেন না! চেলসির বিপক্ষে পুরো ম্যাচে রুনি ছিলেন দুর্দান্ত এক ফুটবলার। সতীর্থদের গোলের সুযোগ করে দিয়েছেন। নিজেও সুযোগ পেয়েছিলেন। তবে দুর্ভাগ্য রুনির। ম্যানইউরও। ওল্ড ট্র্যাফোর্ডে মরিনহোর শিষ্যরা ছিল তুলনামূলক অনুজ্জ্বল। এ কারণেই হয়তো ড্রটাকেই ভালো ফলাফল বলে মনে করছেন জন টেরিরা। মাঠ ছাড়ার সময় তাদের মুখে ছিল বিজয়ের হাসি! ওল্ড ট্র্যাফোর্ডে মরিনহোর নীতি ছিল, 'আমাদের লক্ষ্য ছিল জয় পাওয়া। যদি জিততে না পারি তবে পরাজিতও হব না। আমার মনে হয়, খেলোয়াড়রা তা স্পষ্টভাবেই বুঝেছিল।' মরিনহোর নীতিটা এবার স্পষ্ট হলো।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.