যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। টাঙ্গাইলের গণধর্ষনের শিকার মেয়েটির কেস কে ভিন্ন খাতে প্রবাহিত করবার পাঁয়তারা শুরু হয়ে গিয়েছে। ভিক্টিমের পরিবার দাবী করছে, পুলিশ এমন ভাবে কেস সাজিয়েছে যাতে করে আসামীরা জামিন পেয়ে যায়।
এজাহারের নানান বিষয়ে বাদীর আপত্তি থাকলে পুলিশ সেটা পাত্তা না দিয়ে নিজের মত এজাহার লিখে। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একজন আইনজীবীর মাধ্যমে এজাহার লিখা হয়েছিল যেটি নিয়ে থানায় গেলে ওসি তা ফেলে দেন। এ সময় ওসি বলেন, 'আসামি গ্রেফতার করছি আমি আর এজাহার লিখব তোর মনমতো?' এ সময় ওসি বিশ্রী ভাষায় গালাগালও করেন এবং নিজের মতো এজাহার লিখেন। শুধু তাই ই নয়, মেয়েটিকে রেললাইন থেকে উদ্ধার করা হলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সে পালিয়ে ঘটনাস্থল থেকে বাড়ি চলে যায়। এই লাইন থাকলেই ধর্শক রা ইজিলি জামিন পাবে!!১৪/১৫ বছরের যেই মেয়েকে টানা ৪ দিন রেপ করা হয়েছে সেই মেয়ে কি করে প্রায় ৬৫ কি মি পাড়ি দিয়ে রেল লাইনে পৌছাল সেটাও ধোঁয়াশা!!!!
আশা করছি, এই এজাহারের মাধ্যমে ধর্ষকরা খুব দ্রুত ছাড়া পেয়ে যাবে এবং আরেকজন কে ধর্ষন করবে।
আসুন, আমরা ঘুমাই।
.... কেমন লাগে বলেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।