লক্ষ্মীপুরে আজ দুপুরে এ কে এম পলাশ (২৮) নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে।
এঘটনা নিয়ে পরিবারের লুকোচুরি খেলায় স্থানীয় এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি হয়। ওই যুবককে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপর রেদওয়ান মঞ্জিল ভবনে। নিহত পলাশ স্থানীয় মজুপুর এলাকার মো: রেদওয়ানের ছেলে।
এলাকাবাসী জানায়, লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুরে মো: রেদওয়ানের ছেলে পলাশ মারা যাওয়ার খবর পেয়ে এক নজর দেখতে যান স্থানীয়রা। কিন্তু নিহতের পরিবারের লোকজন কাউকে লাশ দেখতে না দেয়ায় বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তথ্য দিতে ও ছবি তুলতে বাধা প্রদান করে ওই পরিবারের লোকজন।
নিহতের ছোট ভাই শিমুল দাবী করেন তার ভাই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
তবে নিহতের স্ত্রী আসমা বেগম মুঠোফোনে জানান, শশুর বাড়ীর লোকজন পরিকল্পিতভাবে তার স্বামী পলাশকে হত্যা করেছে।
এ ব্যাপারে সদর থানার এস আই ওয়াহেদ জানান, নিহতের স্ত্রী আসমা বেগমের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।