আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাবমেরিনের সন্ধান!

দীর্ঘ দিন খোঁজাখুঁজির পর পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক সাবমেরিন! হারিয়ে যাওয়া এই জাপানি সাবমেরিনটির অবস্থান ঠিক কোথায় ছিল তা দীর্ঘ দিন ধরে বলতে পারেনি কেউ। অবশেষে সন্ধান মিলেছে ব্যতিক্রমধর্মী এ সাবমেরিনটির। 'আই-৪০০' নামের এ সাবমেরিনটি জাপানি পরিভাষায় 'সেন-কাকু' ঘরানার সাবমেরিন। পারমাণবিক সাবমেরিন তৈরির আগ পর্যন্ত সবচেয়ে বড় আকারের সাবমেরিনগুলোর মধ্যে এটি অন্যতম। আকারে 'আই-৪০০' ছিল ৪০০ ফিট লম্বা। এ সাবমেরিনের সবচেয়ে অভিনব দিক হলো, মাত্র একবার জ্বালানি ভরেই এটি গোটা পৃথিবী দেড়বার পাক দিয়ে আসতে পারত। এখনো পর্যন্ত পৃথিবীতে এ ধরনের মাত্র তিনটি সাবমেরিন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই উপকূলের কাছে সমুদ্রে এ সাবমেরিনের অস্তিত্ব খুঁজে পায় ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের অনুসন্ধানী দল। এএফপি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.