ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মোস্তফা হাওলাদার (৫৫) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
মোস্তফা ছিলেন সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার অষ্টম সাক্ষী।
গত শনিবার রাতে পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে বাড়িতে ঢুকে মোস্তফাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তার স্ত্রী হাসিনা বেগমকেও কুপিয়ে আহত করে।
তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে, তারপর খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
জিয়ানগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সন্ত্রাসীরা শনিবার রাত ৩টার দিকে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মোস্তফার ওপর হামলা চালায়। এ সময় হাসিনা বেগম চিৎকার করলে সন্ত্রাসীরা দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মোস্তফা মাথায় মারাত্মকভাবে জখম হন।
মুক্তিযুদ্ধ চলাকালে খুন-ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।