সংসদে ইউপিএ জোটের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় ছয় বিদ্রোহী কংগ্রেস সাংসদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
আজ কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কমল নাথ একথা জানিয়েছেন। লোকসভা ভোট এগিয়ে আনার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।
অন্যদিকে, পৃথক তেলেঙ্গানা গঠনের বিরোধিতায় ছয় বিদ্রোহী সাংসদ দাবি করেছেন, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থনের জন্য ইতিমধ্যেই ৮৪জন সাংসদের সমর্থন সংগ্রহ করেছে।
উল্লেখ্য, অনাস্থা প্রস্তাব আনতে কমপক্ষে ৫০জন সাংসদের সমর্থন প্রয়োজন।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, বিজেপি জানিয়েছে সংসদে অনাস্থা প্রস্তাবে তারা সমর্থন জোগাবে না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ইউপিএ সরকার এমনিতেই মানুষের আস্থা হারিয়েছে। নতুন করে অনাস্থা প্রস্তাব আনার প্রয়োজন নেই।
বিজেপি নেতারা বলেছেন, তাঁদের দল বৃহৎ রাজ্য ভেঙে ছোট ছোট রাজ্য গঠনের পক্ষে। বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী বলেছেন, ‘দলীয় কোন্দলের জেরে সংসদে অনাস্থা প্রস্তাব আটকাতে চেষ্টা করছে কংগ্রেস।
’ একইসঙ্গে সোনিয়া গান্ধীর নেতৃত্ব নিয়েও এদিন ফের প্রশ্ন তুলেছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।