মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি একই সঙ্গে বলেছেন, বিমানটির খোঁজ পেতে আরও সময় লাগবে। এ জন্য কোনো সময় বেঁধে দেওয়া হচ্ছে না। গতকাল পার্থে সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে সম্ভাব্য স্থানে ১০টি উদ্ধার বিমান ও ১১টি জাহাজ অনুসন্ধান অব্যাহত রেখেছে। ২৬টি দেশের সমন্বয়ে গঠিত অনুসন্ধান দলের নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ বিমানটি গায়েব হয়ে যায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল সাংবাদিকদের আরও বলেন, সব তথ্য প্রমাণের ভিত্তিতে বলতে হচ্ছে, বিমানটি ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকাতেই বিধ্বস্ত হয়েছে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকও একই কথা বলেছিলেন।
যদিও নিখোঁজ বিমানের অধিকাংশ স্বজন নাজিব রাজাকের এ ঘোষণার সঙ্গে একমত হতে পারেননি। এমনকি ইতোমধ্যে ওই বিমানে থাকা অনেক চীনা যাত্রীর স্বজন মালয়েশিয়ায় গেছেন এবং তারা নিখোঁজ বিমানের বিষয়ে সঠিক তথ্যের দাবি জানিয়েছেন।
কিন্তু আজ টনি অ্যাবট বললেন, তিনি নাজিব রাজাকের ঘোষণার সঙ্গেই একমত। পার্থ সামরিক ঘাঁটিতে অ্যাবট আরও বলেন, বিমানটি ভারত মহাসাগরের কোনো এক এলাকায় বিধ্বস্ত হয়েছে। সব তথ্যপ্রমাণ সে কথাই বলে।
অ্যাবট এই অনুসন্ধান অভিযানকে ভীষণ কঠিন উল্লেখ করে বলেন, 'আমরা সাগরের বিরাট এলাকা নিয়ে অভিযান চালাচ্ছি। কিন্তু খুব সামান্য তথ্যের ওপর ভিত্তি করে এ অভিযান চালাতে হচ্ছে।' তবে অভিযানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে তিনি অস্বীকার করেন। তিনি বলেন, 'আমরা তল্লাশি চালিয়ে যাব। অভিযানে ঢিল না দিয়ে বরং আরও জোরদার করা হবে।'
নিখোঁজ বিমান নিয়ে ব্রিটিশ ট্যাবলয়েডের সংবাদটি 'বানানো' : পাইলটের মেয়ে
মালয়েশিয়ার নিখোঁজ বিমান চালকের মেয়ে অভিযোগ করেছেন, যুক্তরাজ্যের একটি ট্যাবলয়েড তার পরিবারের সদস্যদের উদ্ধৃত করে তার বাবার সম্পর্কে যে সংবাদটি ছেপেছে তা 'বানানো'। যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মেইলের একটি খবরে রবিবার বলা হয়েছিল, নিখোঁজ বিমান চালক ক্যাপ্টেন জাহারি আহমাদ শাহ (৫৩) 'মানসিক অস্থিরতায়' ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ওই বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমাদ শাহ ও সহকারী পাইলট ছিলেন ফারিক আবদুল হামিদ (২৭)। কর্তৃপক্ষ এখন ওই দুজন চালকের সামগ্রিক পরিচয় খতিয়ে দেখছে। নিউজ ওয়েবসাইট মালয়েশিয়ার ইনসাইডার গতকাল জানায়, ক্যাপ্টেনের মেয়ে আয়েশা জাহারি বলেন, ডেইলি মেইলের খবরটি বানানো।
আয়েশা (২৮) রবিবার তার ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, 'প্রিয় ডেইলি মেইল, তোমাদের সিনেমা বানানো উচিত। কারণ তোমরা গল্প বানাতে দক্ষ।' তবে আয়েশার এ বক্তব্য সঠিক কিনা তা জানার চেষ্টা চালায় বার্তা সংস্থা এএফপি। তবে বিধিনিষেধ থাকায় আয়েশার ফেসবুক পেজে ঢুকতে পারেনি সংস্থাটি।
ডেইলি মেইল জানায়, জাহারির সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক প্রায় তালাকের পর্যায়ে ছিল। জাহারির স্ত্রী ফায়জা খানম মুস্তাফা খান তদন্তকারীদের জানান, ফ্লাইটের আগে কয়েক সপ্তাহ ধরে জাহারি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এএফপি, বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।