বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানিগুলোকে। এখন থেকে বাংলাদেশে কার্যরত বিদেশি কোম্পানি তিন বছর টার্ম লোন স্থায়ী করতে পারবে। উৎপাদন খাতে কার্যরত প্রতিষ্ঠান এ সুযোগ পাবে। বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এঙ্চেঞ্জ পলিসি বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। জানা গেছে, গত দুই বছর ধরে বিদেশি বিনিয়োগ ক্রমাগত নিম্নমুখী রয়েছে। সরাসরি বিনিয়োগ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টার্ম লোন ছাড়াও একক গ্রাহক ঋণ সীমা, ঋণ ও বিনিয়োগ অনুপাতেও বিশেষ সুবিধা দেওয়া হবে। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের টার্ম লোন দুই বছর স্থায়ী করতে পারত এবং একক গ্রাহক ঋণ সীমা দেশীয় প্রতিষ্ঠানের চেয়ে কম ছিল। শর্তে বলা হয়েছে, এসব সুবিধা পাবে উৎপাদক খাতে বিনিয়োগ থাকলে। বাংলাদেশে স্থানীয় বাজারে বিনিয়ো-গের অর্থ ব্যবহার করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।