হরতালে পিকেটারদের দেওয়া আগুনে আবার প্রাণ গেল দুজনের। এর মধ্যে গতকাল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় আলুবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থনকারীরা। এতে ঘটনাস্থলেই অগি্নদগ্ধ হয়ে একজন মারা যান। অগি্নদগ্ধ হন আরও তিনজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এর আগে গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় এক কাভার্ডভ্যান চালক অগি্নদগ্ধ হয়ে মারা গেছেন। তার নাম শাহ আলম। এ ঘটনায় গুরুতর আহত হন হেলপার। দশম জাতীয় সংসদ বাতিল ও দলীয় নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে দাবি করে অবরোধের মধ্যে ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে এসব মানুষ নৃশংসতার বলি হলেন। এদিকে গতকাল দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ১৮ দলের নেতা-কর্মীরা। তবে রাজধানী ঢাকাতে গতকাল হরতালের তেমন প্রভাব পড়েনি। এরই মধ্যে গতকাল এক বিজ্ঞপ্তিতে হরতাল আরী ১২ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর বাইরে জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এঙ্প্রেস মেইল ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তারা ট্রেনের অনেক বগির জানালা ভাঙচুর করে। গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশবহনকারী বাসসহ অর্ধশতাধিক ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। নারায়ণগঞ্জের ফতুল্লায় মণি স্মৃতি সংসদে পেট্রলবোমা ছুড়ে মারা হয়েছে। সারা দেশ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
সিরাজগঞ্জে আলুর ট্রাকে পেট্রলবোমা নিহত ১ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর থানার ওসি হাবিবুল ইসলাম ও দমকল উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, বগুড়া থেকে ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়া ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় পেঁৗছলে অবরোধ সমর্থর্নকারীরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন ধরে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অগি্নদগ্ধ হয়ে একজন মারা যায় এবং তিনজন গুরুতর আহত হয়। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রণ করে এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
ফেনীতে কাভার্ডভ্যান চালককে পুড়িয়ে হত্যা : গার্মেন্ট সামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে একটি কাভার্ডভ্যান ঢাকা যাওয়ার পথে সোমবার রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় পেঁৗছলে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এ সময় কাভার্ডভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেন। আগুনে গাড়ির চালক শাহ আলম ও হেলপার আল আমিন অগি্নদগ্ধ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। নিহত চালক শাহআলম কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জগৎপুরের সামছুল হকের ছেলে। আহত কাভার্ডভ্যানের হেলপারকে ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জয়পুরহাটে ট্রেনে পেট্রলবোমা : পাঁচবিবি রেল স্টেশনে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এঙ্প্রেস মেইল ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ ও ট্রেনের অধিকাংশ বগির জানালা ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। পাঁচবিবি স্টেশন মাস্টার সন্তোষ কুমার সরকার জানান, 'ট্রেন ছাড়ার পর হরতাল সমর্থকরা ট্রেন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ইটপাটকেল ছোড়ে। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
চট্টগ্রামে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল : নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, শিবির কর্মীরা আসকার দিঘির পাড় এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে তারা। এ ঘটনায় ৭ শিবির কর্মী আটক করা হয়েছে। মিতুল নামের একজন টেম্পো চালক পেট্রলবোমায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, দুপুরে উপজেলা গেট এলাকায় গার্মেন্ট পণ্যবাহী একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন। চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার শামসুল আলম জানান, গতকাল সকাল ৬টা ৪০ মিনিটে সুবর্ণ এঙ্প্রেস চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১২টা পর্যন্ত ছাড়তে পারেনি। তিনি বলেন, হরতাল অবরোধের কারণে নিয়মিত শিডিউল বিপর্যয় হচ্ছে। এদিকে বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় আওয়ামী লীগ সমর্থিত তিনটি বাড়িতে অগি্নসংযোগ করেছে জামায়াত-শিবির। এ ঘটনায় দেলোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহকর্মী ?অগি্নদগ্ধ হয়েছেন।
পলাশবাড়ীতে পুলিশের গাড়ি ভাঙচুর, গুলিবিদ্ধ ৬ : গাইবান্ধার পলাশবাড়ীতে দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের সাথী সিনেমা হল এলাকায় পুলিশবহনকারী একটি বাসসহ অর্ধশতাধিক ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। এ সময় পুলিশের গুলিতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
জামালপুরে গাড়ি ভাঙচুর : শহরের পাথালিয়া এলজিইডি মোড়ে ট্রাক ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এ সময় পিকেটারদের ছোড়া ঢিলে ট্রাকের চালক সুনীল বিশ্বাস গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ও মুখে আঘাত পায়। পরে স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিএনপি নেতা মো. দিদারুল ইসলামকে আটক করে পুলিশ।
রাজশাহীতে মহিলা দলের ওপর পুলিশের জলকামান : রাজশাহীতে হরতালের দ্বিতীয় দিনে জেলা মহিলা দলের মিছিলে জলকামান ছোড়ে পুলিশ। একই সঙ্গে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে তারা। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে শিবির নেতা-কর্মীরা মিছিল ও অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসব বিক্ষিপ্ত সংঘর্ষে পাঁচজন মহিলা দল কর্মীসহ অন্তত ১০ জন আহত হন।
সিলেটে পুলিশের সঙ্গে পাল্টা ধাওয়া : সকাল ১০টার দিকে করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে নেতা-কর্মীরা জেলরোড হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
নারায়ণগঞ্জে মণি স্মৃতি সংসদে পেট্রলবোমা : সদর উপজেলার ফতুল্লায় শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদের কার্যালয়ে পেট্রলবোমা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রলভর্তি একটি বোতল উদ্ধার করেছে।
ঝিকরগাছায় বিএনপির মিছিলে বোমা হামলা : যশোরের ঝিকরগাছায় হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিলে বোমা হামলা করে দুর্বৃত্তরা। তবে, এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ডের কাছে পেঁৗছলে দুর্বৃত্তরা মিছিল লক্ষ্য করে পরপর ৫টি বোমার বিস্ফোরণ ঘটায়।
নোয়াখালীতে গুলিবিদ্ধ ৫ : বেলা ১১টার দিকে সুধারাম থানার সামনে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের গুলিতে ছাত্র ও যুবদলের ৫ কর্মী আহত হয়েছে বলে দাবি করেন জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান। তবে, পুলিশ সুপার আনিসুর রহমান মিছিলকারীদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে ৫ রাউন্ড গুলি করার কথা স্বীকার করলেও এতে কেউ আহত হয়েছে এমন তথ্য জানা নেই বলে দাবি করেন।
কুষ্টিয়ায় মিছিল থেকে হোটেলে হামলা : সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতা-কর্মীরা। মিছিলটি বঙ্গবন্ধু সড়কের মোড়ে পেঁৗছে মিছিল থেকে দুটি খাবার হোটেলে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়।
লাকসাম-মনোহরগঞ্জে আহত ২০ : কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাজীরপাড়ে ও মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই বাজারে সোমবার রাতে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সহিংসতায় উভয় পক্ষের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।
আড়াইহাজারে রাস্তায় আগুন : আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করা হয়।
বরিশালে ককটেল বিস্ফোরণ : সকালে নগরীর ৩টি স্থানে বিক্ষোভ করেছে মহানগর ও জেলা বিএনপি। এ ছাড়া জামায়াতে ইসলামীও একটি স্থানে আগুন জ্বালিয়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিক্ষোভ করে।
মানিকগঞ্জে আহত ১০ : মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে ১৮ দলীয় জোটের সহিংসতায় আ'লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।
স্বাভাবিক রাজধানী : গতকাল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিকাল থেকেই শুরু হয় যানজট। মোড়ে মোড়ে ছিল গণপরিবহনের যাত্রীদের ভিড়। রাজধানীর কোথায়ও হরতালের সমর্থনে বিএনপির মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে টার্মিনালগুলো থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও লঞ্চ ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে ডেমরা এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রশিবির। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের হামলায় পাঁচজন শিবির কর্মী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। সকাল ৯টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় রমনা থানা জামায়াতের নেতা-কর্মীরা একটি মিছিল করে। সকালে ধানমন্ডির রাইফেলস স্কয়ারে সামনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা শিবির। পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় একই সময় বাড্ডা, তেজগাঁও ও দক্ষিণখান এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ করে ছাত্রশিবির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।