টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রয়াত সংসদ সদস্যের একমাত্র ছেলে অনুপম শাহজাহান জয় বাবার অসম্পন্ন কাজ সম্পন্ন করতে মাঠে গণসংযোগে নেমেছেন। আর বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আবদুল মালেক মিঞাও গণসংযোগ চালাচ্ছেন। বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। পরে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দলের জন্য কাজ করেন। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। স্থানীয়ভাবে তিনি একজন সৎ মানুষ হিসেবে পরিচিত। এ ছাড়া করটিয়া সরকারি সা'দত কলেজের সাবেক ভিপি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আতাউল মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা গণসংযোগে মাঠে নেমেছেন বলে জানা গেছে। জাতীয় পার্টি থেকে কাজী আশরাফ সিদ্দিকীও নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় প্রজন্মলীগের সহ-সভাপতি অনুপম শাহজাহান জয় জানান, 'আমার বাবা একজন সৎ, মেধাবী ও কর্মঠ রাজনীতিবিদ ছিলেন। জননেত্রী শেখ হাসিনা সুযোগ দিলে আমিও বাবার মতো গণমানুষের সেবায় নিয়োজিত থাকব। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও দলের সিদ্ধান্তে অনুগত আবদুল মালেক মিঞা বলেন, আমি একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। বিগত নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের জন্য কাজ করেছি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে তিনি বাসাইল-সখিপুরের সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান।
এদিকে এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি না হয়েও এলাকার উন্নয়নে মালেক মিঞা অনেকদিন ধরেই কাজ করছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি পাশে থাকেন। গত ২০ জানুয়ারি টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। ফলে আসনটি শূন্য হয়। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এই আসনের 'উপনির্বাচনের তফসিল' ঘোষণা করেন। ২৩ মার্চ
উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।