বিকল যুগের যন্ত্রণায় যান্ত্রিক উষ্ণতায়
=][ শাফিক আফতাব ][=
এখন দ্যাখো আমি তোমার কেমন অনুগত __বলছো, বাজারে যেতে হবে__আমি তাই যা্চ্ছি
বলছো মাথা ব্যথা, আমি ডাক্তা ডাকছি, বলছো__তলপেটে মোচড় দেয়__আমি আচাড় কিনছি
বলছো মন কেমন করে___আমি পার্কে নিয়ে যাচ্ছি ___কিংবা সমুদ্র সৈকতে
বলছো একা একা ভালো লাগেনা___আমি তোমাকে ভ্রুণ দিলাম
বলছো মাংস খাবোনা__আমি মাছ কিনছি, মাছ লাগেনা মাংস কিনছি, মাছ মাংস কিছুই ভালো লাগনা
আমি সবজি কিনছি, সবজি ভালো লাগেনা চাইনিজে নিয়ে যাচ্ছি
চব্বিশ ঘণ্টা সাভির্স দিচ্ছি তোমার, মাসের তাবৎ মাহিনা তোমার সেবায় খরচ করছি
দ্যাখো কত অনুগত তোমার__অবিকল ক্রীতদাস।
সেই তুমি কত সহজে ভুলে যেতে চাও
সেই তুমি বদলে যাও হরহামেশা___সেই তুমি তোমার মন তুলে রাখো আটালে
সেই তুমি ভুলে যাও, কালে, অকালে বিকল যুগের যন্ত্রণায় যান্ত্রিক উষ্ণতায়।
১২.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।