কাজ না... শুধুই অকাজ!! আর মাত্র ১ ঘণ্টা বাকি।
বিকাল ০৫:৩০-এ রাজাকারদের ফাঁসির দাবীতে দিনাজপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল আরম্ভ হবে। মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। সেখানে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত সকলে রাজাকারদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানাবে।
যারা আসবে, সকলেই ইনশাহ্আল্লাহ্ কয়েকটি করে মোমবাতি আনবো।
পতাকা নিয়ে আশার চেষ্টা করবো। তার সাথে যাদের flag band (head/wrist) আছে,তারা যেন সেটা পরে আসি। কারও কাছে extra থাকলে নিয়ে আসি। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঝাঁঝালো কথায় প্ল্যাকার্ড/ফেস্টুন লিখে নিয়ে উপস্থিত হই।
ঘুম ভেঙ্গে জেগে উঠি সবাই!!
---------------------------------------------------------
আমার আবার মাতৃভাষার প্রেম মাখা '৫২-র ঝাঁঝালো সাহস চাই।
আমার আবার একটা '৭১ চাই...
বিজয়ের সপ্নভরা সেই দৃঢ় প্রতিজ্ঞা,
বাতাসে বিপ্লবের গন্ধ মাখা প্রখর দিন,
সবুজ সতেজ প্রানের মাঝে দাউ দাউ করে জ্বলন্ত লাল সূর্য
পুড়িয়ে দিক সব রাজাকার, ছাই হোক যত জারজ...
বন্ধ ঘরে ক্ষোভ পুষে লাভ নেই...
কড়া গলায় প্রতিবাদ চাই।
প্রতিবাদ শুধুই প্রতিবাদ নয়, প্রতিবাদ হোক যৌক্তিক,
শাসন কেন অযাচিত হবে? শাসন হোক নৈতিক......
এখনো কান পাতলে শুনি বুলেটের কর্কশ শব্দ,
চোখ বুজলে দেখি আমার দেশে জ্বলছে আগুন,
খবরের কাগজে জমে থাকে থকথকে রক্ত!!!
রাজপথে এখনো দাড়ায় থমথমে ভয়!!!
তবে আমার স্বাধীনতা কই?!
আমি আইনের খাতায় পুড়তে দেবো না আমার স্বাধীনতার মান
অমানুষের হাতে তুলে দেবো না সার্বোভৌমত্বের বিধান।
আমার '৫২, আমার '৭১... মুছে যায়নি কিছুই,
লাল-সবুজের রক্ত ফুঁসে উঠছে আবার...
এই রক্তের ক্রোধে জ্বালিয়ে হায়নাদের করবো ছাই,
এরপর নামবে শান্তি এই বাংলায় আমার,
গড়বো মোদের সোনার বাংলা,
তাই আবার একটা যুদ্ধ চাই... একটা মুক্তিযুদ্ধ চাই,
এবার সোনার বাংলা চাই!!!!
------------------------------------------------
"আবার মুক্তিযুদ্ধ চাই"
(c) রায়ান ঋদ্ধ
৭ ফেব্রুয়ারী ২০১৩, বৃহস্পতিবার
ভোর ৩:১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।