আমাদের কথা খুঁজে নিন

   

প্রশাসন যন্ত্র বিকল করছে সরকার

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

একটি হার্ট ব্রেকিং ব্রেকিং নিউজ দেখে সত্যিই খুব মন খারাপ হলো। পাবনার ঘটনায় সরকার এক্শন নেয়া শুরু করেছে। এবং (যদিও বলা বাহুল্য) সেই একশন প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে নয়, বরং প্রশাসন যন্ত্রের বিরুদ্ধেই নেয়া হলো। পাবনার ডিসি, এসপি এবং সদর উপজেলার ইউএনওকে বদলী করা হয়েছে। আপাতত ইউএনও বাদে বাকিদের বিশেষ ভারে আক্রান্ত কর্মহীন বলেই মনে হচ্ছে।

সঙস্থাপন মন্ত্রনালয় বলছে, সামনে আরো বেশ কিছু বদলীর ঘটনা ঘটবে। সরকার অত্যন্ত খারাপ নজীর স্থাপন করলো এ ঘটনার মাধ্যমে। প্রথম যে ক্ষতিটি হলো তা পুরোটাই প্রশাসনের। প্রশাসন যন্ত্র এখন ভয়েই তটস্থ থাকবে। ছাত্রলীগ বা যুবলীগের কাছে নিজের পদ পদবী তো নস্যি, জীবনটাই খোয়ানোর আশংকা এবার প্রাতিষ্ঠানিক রূপ পেল।

এ ঘটনায় যেখানে ছাত্রলীগ বা যুবলীগকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার ছিলো তা না করে প্রশাসনকে পঙ্গু করার সব ব্যব্স্থা নেয়া হলো। দ্বিতীয় বিষয়টি সরকারের জন্য ক্ষতিকর। বিশেষ করে বললে বর্তমান আওয়ামীলীগের জন্য। এসব ঘটনা প্রশাসনকে তার প্রতিপক্ষে পরিণত করছে। কোন বিবেকবান আওয়ামী আমলাও নিশ্চয় সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাবেন না।

একটি দেশকে একটি দলের গুন্ডাপান্ডাদের হাতে তুলে দেবার, ইচ্ছে মতো দেশের সম্ভ্রম লুটে নেবার যে আগুন আওয়ামলীগ জ্বালাচ্ছে তাতে অচিরেই তার নিজের ঘর পুড়বার সম্ভাবনা দেখা দিয়েছে। এর নজীর ইতোমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন উপলক্ষ্যে। আজও শেখ হাসিনার জন্মদিনে তার ছবি পদদলিত হয়েছে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষকালে। কয়েকদিন আগে পিজি হসপিটালের অধ্যক্ষ প্রাণ গোপাল অপমানিত হয়েছেন তারই দলের ডাক্তারদের হাতে। দুদিন আগে স্বাচিপের সমাবেশে নিজেরাই নিজেদের রক্তাক্ত করেছে স্বাধীনতার ধ্বজাধারীরা।

এর কারণ বের করতে বিশেষ জ্ঞানের হবার প্রয়োজন নেই। লোভের, লুটপাটের এবং ক্ষমতা প্রদর্শনের যে জিঘংশাকে উৎসাহিত করা হয়েছে আওয়ামী সমর্থকদের মাঝে, তা-ই ধীরে ধীরে তাদের কালে পরিণত হচ্ছে। আওয়ামলীগের অবস্থা ক্রমশই সে অজগরের মতো হয়ে উঠছে, যে নিজের আশপাশের সব কিছু গলধকরণ করার পর শেষ পর্যন্ত নিজের লেজকেই গিলে খেতে শুরু করে। মি. ক্লিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.