মনে হয় যেন উড়ে যাই, মেঘদের কাশবনে হারাই!
সমস্যাটা ছিল একটু আজিব! একটি টিউশনি করাচ্ছি প্রায় ১ বছর হয়ে গেল। ছাত্র-ছাত্রীর (২ ভাই বোনকে পড়াই) পরিবারের অর্থনৈতিক অবস্থা আমার জানা মতে ভাল। এর আগে প্রতি মাসের ২-৩ তারিখের মধ্যেই আমার বেতন দিয়ে দিতেন। ওটা নিয়ে আমাকে কখনই চিন্তা করতে হতো না। উপরন্তু এমনও হয়েছে যে ওদের বা আমার পরীক্ষা থাকার কারণে পুরো মাস পড়াতে পারিনি বলে আমি বেতন নিতে চাইনি। কিন্তু আংকেল জোর করে বেতন দিয়ে দিয়েছেন অনেকটা সরকারি চাকরির মতো!
এই মাসের শুরু থেকেই আমি একটু অর্থনৈতিক টানাপোড়েনে আছি। কিন্তু টিউশানির বেতন পাবার কোন লক্ষণই দেখছিলাম না! শেষে বুঝতে পারলাম যে ব্যাপারটা ওদের খেয়াল নেই। কিন্তু আমার তো টাকা দরকার।
শেষে আজ লজ্জার মাথা খেয়ে ছাত্রীকে বলেই ফেললাম!
"ইয়ে... আংকেল মনে হয় আমার বেতনের কথাটা ভুলে গেছে... তুমি একটু মনে করিয়ে দিও তো...!"
লজ্জার মাথা কি একটু বেশীই খেয়েছি???!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।