আমাদের কথা খুঁজে নিন

   

লজ্জার কথা!!!!



তেতো মার্কা কথা হলেও সত্যি, আজকালকার নায়িকারা সম্ভবত তাদের বুকের উপরের অংশ দেখাতে খুবই আগ্রহী,যা সাবিত্রী সেনের সময়ে তারা কল্পনাও করতে পারতো না। আর, আমাদের অল্প সময়ে নন্দিত কথিত 'সেলিব্রেটি' রা বলে যে, তারা নাকি চরিত্রের প্রয়োজনে ভীষণ 'সাহসী' হয়ে উঠতে পারে!! কিন্তু,এই সাহসী হবার মানে কি? তাদের কারণে তো দেখতেছি,সাহসিকতার নতুন সংজ্ঞা লিখতে হবে!! আরে,সাহসী হবার মানে কি, নায়কের মুখে দীর্ঘক্ষন চুমু খেয়ে বসে থাকা,নাকি তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলা, '' আই লাব ইউ ,............'' আরে , সাহসীকতার মানে কি, তোর বুকের আঁচল নায়কের হাত দিয়ে সরানো অথবা বিশেষ ভঙ্গি যাতে করে দর্শক উত্তেজিত হয়!! আরে,তুই কি তখন নিজেকে সাহসী বলে মনে করিস যখন তোর উদোম পিঠ সেলুলয়েডের ফিল্মে আর্কাইভ হয়ে থাকে আর দর্শক তা দেখে আনন্দিত হয়!! বাহ,একেই বলে সাহসিকতা?? ......... জেনে হয়তো অবাক হবেন না...এরা,এই এরাই হয়তো ইভ টিজিং রোধকল্পে টেলিভিশনে বলবে [['' .........ইভ টিজিং রোধ করতে প্রথমেই প্রয়োজন মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন , ছেলেরা মেয়েদের দিকে তাকাবে যেনো তারা ভাই বোন ... পুরুষতান্ত্রিক এই সমাজে সবার ন্যায্য অধিকার ...... ]] আমি আর কি বলব। এই যে তারাই বলছে ,'' এই তোমরা ভালো পথে চল, অশ্লীলতা বর্জন করলে সমাজ দেশ তথা তোমাদেরি লাভ"!! আহা কি সুধা!!! আধা ঘন্টা পরে চ্যানেল ঘুরালেই চোখে পরবে তাদের উদ্দাম, পুরুষের প্রতি লক্ষ্য করে বেহায়া নাচ... ___ কি বলা উচিত জানি না, তাছাড়া, তাদের মতি যে কবে আসবে তাও জানি না। এই বলে , 'এই, এইদিকে যা'' আবার পরক্ষনে বলে '' এইদিকে যাইস না রে''' এদের পরিবর্তনের আশায় বসে থেকে আর কি হপে তবে..........তবে, পরিবর্তনের আশা করাটা হয়তো অনর্থক নয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.