ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অন্য সব পরীক্ষার চেয়ে একটু ভিন্ন। কারণ এ পরীক্ষার প্রশ্নপত্র হয় ভিন্ন আঙ্গিকে। তাই পরীক্ষায় ভালো করতে দরকার দীর্ঘ প্রস্তুতি, সঠিক দিক নির্দেশনা ও সিলেবাস বিষয়ে যথাযথ জ্ঞান। তাছাড়া পরীক্ষা ওরিয়েন্টেড কোচিং কাঙ্ক্ষিত ফলাফলে বড় ভূমিকা রাখে। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সহায়ক অন্যতম প্রতিষ্ঠান ঢাকার উত্তরাস্থ শহীদ ক্যাডেট একাডেমী। ক্যাডেট কলেজ ভর্তিচ্ছুদের সহায়তা প্রদানে প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ ২৯ বছরের সফল পথচলা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৭ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ারভিত্তিক একটি প্রতিষ্ঠান এটি। কোচিং বিষয়ে জানতে ০১৭১৪৩৫৯৬৯২ ডায়াল করতে পারেন। উল্লেখ্য, প্রতি বছর ক্যাডেট ভর্তি পরীক্ষা সাধারণত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।