আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষকের বাড়িতে আগুন

সাতক্ষীরার কলারোয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় কলেজ শিক্ষকের বাড়িতে আগুন দিয়েছে চরমপন্থিরা। বুধবার রাতে উপজেলার ধানদিয়া গ্রামে কলেজ শিক্ষক মোস্তাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে একটি ছাগল অগি্নদগ্ধ ও বেশ কিছু জিনিসপত্র ভস্মীভূত হয়েছে।

উপজেলার বরনডালী কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, গত শনিবার রাত ১০টায় অপরিচিত একটি মোবাইল নম্বর (০১৫৪৮৫৬২৭৩১) তার কাছে ফোন আসে। এ সময় ফোনটি রিসিভ করলে চরমপন্থি নেতা পরিচয় দিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ২ দিনের মধ্যে চাঁদা না দিলে তার সন্তানদের হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। বিষয়টি তিনি কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে বুধবার রাত দেড়টার দিকে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে শিক্ষক পরিবারকে উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.