সাতক্ষীরার কলারোয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় কলেজ শিক্ষকের বাড়িতে আগুন দিয়েছে চরমপন্থিরা। বুধবার রাতে উপজেলার ধানদিয়া গ্রামে কলেজ শিক্ষক মোস্তাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে একটি ছাগল অগি্নদগ্ধ ও বেশ কিছু জিনিসপত্র ভস্মীভূত হয়েছে।
উপজেলার বরনডালী কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, গত শনিবার রাত ১০টায় অপরিচিত একটি মোবাইল নম্বর (০১৫৪৮৫৬২৭৩১) তার কাছে ফোন আসে। এ সময় ফোনটি রিসিভ করলে চরমপন্থি নেতা পরিচয় দিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ২ দিনের মধ্যে চাঁদা না দিলে তার সন্তানদের হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। বিষয়টি তিনি কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে বুধবার রাত দেড়টার দিকে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে শিক্ষক পরিবারকে উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।