আমাদের কথা খুঁজে নিন

   

কাদের মোল্লার বাড়িতে দাফনের প্রস্তুতি

বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝোলানোর সোয়া এক ঘণ্টার মধ্যে র‌্যাব, পুলিশ ও বিজিবির পাহারায় লাশ নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হয় অ্যাম্বুলেন্সে।
ভাষানচর ইউনিয়নের আমীরাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে কাদের মোল্লার ছোটভাই মোল্লা মাঈনউদ্দিন আহমেদ জানিয়েছেন।
সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (কাদের মোল্লা) শেষ ইচ্ছা অনুযায়ী মা ও বাবার কবরের পাশে দাফন করা হবে। ইউএনও’র নেতৃত্বে পুলিশের একটি দল  বাড়িতে এসেছে।”
সদরপুরের ইউএনও লোকমান হোসেন জানান, কাদের মোল্লার লাশ রাতের মধ্যেই ঢাকা থেকে এই বাড়িতে আনা হবে।
“বাড়ির লোকজনকে কবর খোঁড়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তারা না করলে আমরা কবর খুঁড়ে জানাজা শেষে দাফনের ব্যবস্থা নেব।”
ফাঁসির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাঈনুদ্দিন বলেন, “আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, আল্লাহ যা করেছেন ভাল করেছেন। এছাড়া আমাদের আর কিছু বলার নাই।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.