আমাদের কথা খুঁজে নিন

   

বৈঠক নামের ঐ সময় নির্ধারণ না করে :: এসো শান্তির পথে :: মানবতা আজ যে অসহায়!!!

সসকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

বৈঠক নামের ঐ সময় নির্ধারণ না করে :: এসো শান্তির পথে :: মানবতা আজ যে অসহায়!!! তোদের যারা শিখিয়েছে।

জীবন মানে টাইম পাস। মানুষকে যারা পন্য মনে করেছিলো। তাদের খেলানো পলিটিক্সে তাদের ঘায়েল কর। যারা বিশ্বমিডিয়া নামক এ মায়াবী জগত তৈরি করেছে তাদের ঘায়েল করে ওদের তৈরি করা মিডিয়ায়ই প্রচার করে দে। ওদের বুঝিয়ে দে কোনো দলের নামে বৈঠক করতে হলে টাইম নির্ধারণ করে মিডিয়ায় প্রকাশ করলেই হয় না।

সত্য যে সব সময়ই তেজী। সত্যের শক্তির কাছে সময় যে অসহায়। সত্যের মুখোমুখি হলে দেখবি স্রষ্টার খেলা। আমার সাধারণ মানুষ ঐ সাভারের বড় বিলিংএর মধ্যে ধুকে ধুকে মরবে আর তোরা রক্ত চোষার দল ওদের শোসন করে যাবি। এ হয় না।

আমার বাপ, দাদাদের মধ্যে বিবাদ তৈরি করেছিলি আমাদের মধ্যে পারবি না। তোদের বানানো নিয়মের জালে তোদেরই জড়িয়ে দেবো। তোরা নিষ্পাপ ফুলের মতো মিডিয়া কর্মি কিংবা তরুন রাজনীতিতে আসা ভালো ছাত্রটিকে আজ মাদকের বাহক বানিয়েছিস। তোদের ঐ মুখোশ আজ খুলে দেব। আজ ওদের জানিয়ে দে আমাদের জাতিয় কবি নয় গুরু নজরুলকে আর লিখতে দিসনি কেন।

তোরা কেনো নজরুল ইসলাম কে গৃহবন্দী করে রেখেছিলি? আজ তোদের জবাব দিতেই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।