ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন শুক্রবার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়া অনুযায়ী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
দুই বছরেরও বেশি সময়ের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে যুদ্ধাপরাধে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে গিয়ে বাঙালির ওপর হত্যা, নির্যাতনের দায়ে প্রথম ব্যক্তি হিসেবে তার এ দণ্ড কার্যকর হয়।
ভারতকে উদ্দেশ্য করে জামায়াতের জোটসঙ্গী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এক বিবৃতির পর নয়া দিল্লির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।
বৃহস্পতিবার ওই বিবৃতিতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে ভারতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।