আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ সংক্রান্ত

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মানুষ সংক্রান্ত [শাফিক আফতাব] আমি নিজের দুঃখে নিজে পুড়ে মরি কাউকে বলি না কিছু আমি উপোসে কাটাই শর্ববী কারো কাছে মাথা করি না নিচু। অভাব দুঃখ দৈন্য আমার আছে, মানুষের কী ? কে আমাকে মেধার বলে দেব একটা চাকরি বাকী ? কে আমাকে ভালোবাসবে পুঁজিহীন পথিকেরে ? নিজেই না খেযে মরি তাই , আপন কুঁড়েঘরে।

ভালোবেসে দেখিয়াছি আমি মানুষেরে কাছে ডেকে দেখিয়াছি আমি মানুষেরে শ্রদ্ধা নিবেদন করে দেখিয়াছি মানুষেরে স্নেহ করে দেখিয়াছি আমি মানুষেরে__ যত দোষ তাদের আপন গ্যাসলাইটের ভিতরে। মানুষের থেকে আমি নিরাপদ দূরত্বে থাকি নুন হলে নুন খাই__চাই না বাকী। ১৫.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.