আমাদের কথা খুঁজে নিন

   

পাল্টা আঘাত করা হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম-হানিফ বলেছেন, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে বিরোধী দলের সহিংসতা বেপরোয়া হয়ে গেছে। তবে ১৬ ডিসেম্বরের পর থেকে বিরোধী দল যদি সহিংসত করা হয়, তাহলে যেখানেই আঘাত সেখানেই পাল্টা আঘাত করা হবে।

আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত দেশের প্রতিটি ঘরে ঘরে সহিংসতা ছড়িয়ে দিতে চায় বলে অভিযোগ করে মাহবুব-উল আলম হানিফ বলেন, "সহিংসতা করে বিএনপি-জামায়াত দেশকে আফগানিস্তান-পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তারা চায় আমাদের নেতা-কর্মীরা যেন তাদের বিরুদ্ধে সংঘাতে জড়ায়।

কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আমাদের আস্থা রয়েছে।

হানিফ বলেন, বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করুন। আমাদের কর্মীরা অনেক ধৈর্য ধরেছে। তারা আর ধৈর্য ধরতে চায় না। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর আঘাত এলে পাল্টা আঘাত দেওয়া হবে।

একই অনুষ্ঠানে দলটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আসাদুজ্জামান নূরকে হত্যা করার উদ্দেশে হামলা করা হয়েছিল। হায়েনার নৃশংস ছোবলে বাংলার মাটি রক্তে রঞ্জিত হচ্ছে। এবার আঘাত আসলে প্রতিরোধ নয় প্রতিশোধ নিতে হবে।

সভায় আগামীকাল বিজয় দিবসের র্যালি সফল করার বিষয়ে আলোচনা হয়। বিকাল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমণ্ডি-৩২ পর্যন্ত বিজয় র‌্যালি করবে দলটি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চেৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মোহাম্মদ সেলিম প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।