......সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের বাংলাদেশ ও ইংরেজ ভক্ত নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা কিন্তু এক নয়। রবিঠাকুর ছিলেন পূর্ববাংলার মুসলমান চাষার বাচ্চাদের বিরোধী কলকাতার জমিদার ও শাসক শ্রেণীর মুখপাত্র ও ঢাকা( ঢ্ঢাক্কা >মক্কা > ফক্কা) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোর বিরোধী। অন্যদিকে বঙ্গবন্ধু ১৭৭২ এ দেশে ফিরে বলেছিলেন,“আমি মুসলমান,আমি বাঙালি। একবার মরে দুইবার মরেনা ”। বঙ্গবন্ধু সত্যিই মুসলমান বিদ্বেষীতো নয়ই বরং ইসলামের উন্নয়নে ও কল্যানে এদেশে সকল রাষ্ট্রনায়কদের থেকে বেশি অবদান রেখে গেছেন স্বাধীনতা উত্তরকালে।
বঙ্গবন্ধুর রাজনীতিতে কখনই মুসলমান বিদ্বেষ এমনকি কোন কটাক্ষমূলক কথাও ছিলনা । আমাদের মুক্তিযোদ্ধারাও ইসলামের অনুশাসনকে যথেষ্ঠ সম্মান করতেন। দুঃখের বিষয় বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমান ও ইসলামপন্থীদেরকে বিভিন্নভাবে উপহাস,কটাক্ষ,অপব্যাখ্যা ও জঙ্গি বানানোর চেষ্টায় রহস্যজনকভাবে প্রকারন্তরে ইহুদি,নাসারাদের ভাষা অবলম্বন করছেন্। এটি কাম্য নয়। পূর্ব বাংলা তথা বাংলাদেশে মুসলমান চাষাদের বংশধরেরা এটি অপছন্দ করেন।
আওয়ামী লীগকে ইসলাম ও মুসলামানদের প্রতি বিমাতাসুলভ আচরণ,কায়েমী স্বার্থ তথা ব্যবসায়ী শ্রেণীর প্রাধান্য ,পরিবারবন্দনা, আঞ্চলিকতা ও ভারতঘেঁষা হীনমন্যতা থেকে বেরিয়ে আসার জন্য, এ দলের বর্ষীয়ান,অবহেলিত,অবমূল্যায়িত,ত্যাগী ও বিচক্ষণ নেতাতের কাছ তৃণমূল আওয়ামী লীগ প্রতিষ্ঠা মাধ্যমে সত্যিকারের জনমানুষের প্রত্যাশার প্রতিফলন এ বিজয় দিনের প্রাক্কালে দেখতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।