আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা তালিকায় রাজাকারের নাম

সম্প্রতি প্রকাশিত গেজেটে শহরের পশ্চিম গোয়ালচামট এলাকার মৃত আব্দুল হামিদ খানের ছেলে কামরুজ্জামান খান জাসুর নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যিনি একাত্তরে স্বাধীনতাবিরোধী রাজাকার ছিলেন বলে দাবি করেছেন ওই মুক্তিযোদ্ধারা।
ওই রাজাকারের নাম মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
সোমবার তাদের এক যুক্ত বিবৃতিতে বলা হয়, গত ২৭ নভেম্বর প্রকাশিত গেজেটে (নম্বর-৬৪৭৮) একাত্তরের রাজাকার কামরুজ্জামান খান জাসুর নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “একাত্তরের ২২ এপ্রিল গোয়ালচামট এলাকার নিত্যানন্দ কবিরাজের বাড়িতে লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেয় জাসু।
“এছাড়া মুক্তিযোদ্ধা আবু ইউসুফ পাখি ও তার মামাতো ভাই বেলায়েত হোসেনকে হানাদার বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছিলেন তিনি।”
এসব ঘটনা বিভিন্ন সময় পত্রপত্রিকার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের লেখা “মুক্তিযুদ্ধে ফরিদপুর” বইয়ের ১৩৯ পৃষ্ঠায় কামরুজ্জামান খান জাসুর কুকীর্তির বর্ণনাও রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেছেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আবু ইউসুফ পাখি, সরোয়ার হোসেন, আব্দুল আহাদ তালুকদার, সৈয়দ হাফিজুল হক এবং আলাউদ্দিন আহমদ।
চিকিৎসার জন্য বিদেশে থাকায় কামরুজ্জামান খান জাসুর বক্তব্য পাওয়া যায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.