এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠান ইন্টেলক্রলার আবিষ্কার করেছে ম্যালওয়্যারটির নাম লকার এবং এটি ফাইল রিস্টোর করে দেওয়ার জন্য ১৫০ ডলার মুক্তিপণ দাবি করে।
এমপিথ্রি ফাইলের বেশে এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেই ম্যালওয়ারটি কম্পিউটারে প্রবেশ করে। লকার ম্যালওয়্যারটি এনক্রিপ্ট এবং ডিলিটের কাজ শেষে কম্পিউটারে একটি ইউনিক আইডি এবং লকারের নির্মাতার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে সে সংক্রান্ত একটি ফাইল রেখে দেয়। মুক্তিপণ পরিশোধ করলে এনক্রিপ্ট ফাইলকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ব্যবহারকারীকে একটি ‘কি’ দেওয়া হয়।
ইন্টেলক্রলারের দেয়া তথ্য অনুযায়ী, লকারের পেছনে যে সাইবার অপরাধীরা রয়েছেন তারা ক্রিপ্টোলকারের সাফল্যকে অনুকরণ করার চেষ্টা করছেন।
ক্রিপ্টোলকারও এরকমই একটি ম্যালওয়ার। এ বছর হাজারো মানুষ ম্যালওয়ারটির ঝামেলার শিকার হয়েছিল।
তবে ইন্টেলক্রলার জানিয়েছে, ক্রিপ্টোলকারের চেয়ে লকার কম ক্ষমতাসম্পন্ন। আর তাই এটিকে আরও সহজে নিষ্ক্রিয় করা সম্ভব। প্রতিষ্ঠানটির বিশ্লেষক আন্দ্রে কোমারভ জানিয়েছেন, ভুক্তভোগীদের সাহায্য করার জন্য তাদের গবেষকরা ইউনিভার্সাল ডিক্রেপশন সফটওয়্যার নিয়ে কাজ করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।