কঙ্বাজারের টেকনাফে সীমান্ত দিয়ে মিয়ানমার শিশুসহ ৪০ নাগরিককে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ ব্যাটালিয়ন বর্ডার গার্ডের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল সকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সীমান্ত দিয়ে আটক মিয়ানমার ৪০ নাগরিকদের পুশব্যাক করা হয়। এদের মধ্যে ২২ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছে। পরে তাদের মানবিক সহযোগিতা দিয়ে মিয়ানমার পুশব্যাক করা হয়েছে। এদিকে টেশনাফ থেকে মালয়েশিয়া পাচারকারী দুই দালালকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তারা হলো_ মো. বেলাল উদ্দীন (৩১) ও জেবা উদ্দীন (১৮)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।