দুঃখপ্রকাশ করেছেন সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ। রবিবার রাতে তিনি অনেকটা আক্ষেপ করেই বলেন, সাবেক সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে কোনোরকম সহায়তা করেননি। এঙ্প্রেস নিউজ চ্যানেলে সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগটি নিয়ে কিয়ানি কোনোরকম সহায়তা ও সমর্থন করেননি। ৭০ বছর বয়সী পারভেজ মোশাররফ আরও বলেন, আমি ভাবতেও পারিনি আমার বিরুদ্ধে এ ধরনের মামলা হবে। তবে আমি যদি দোষী সাব্যস্তও হই তবু কারও কাছে ক্ষমাভিক্ষা করব না। উল্লেখ্য, ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করায় এ মামলা দায়ের করা হয়। টাইমস অব ইন্ডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।