আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার ৯৩ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়

সিরিয়ার প্রায় ৯৩ লাখ মানুষ বা দেশটির জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। আড়াই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণেই দেশটিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দফতরের চালানো এক হিসাবের ফলাফলে সোমবার এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভ্যালেরি আমোস বলেন, সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি ক্রমাগত শোচনীয় হয়ে পড়ছে এবং এ ক্ষেত্রে কোনো প্রতিরোধ গড়ে তোলা যাচ্ছে না। হিসাব অনুযায়ী এদের মধ্যে, ৬৫ লাখ মানুষ দেশের অভ্যন্তরে অবস্থান করলেও নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। সিরিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ। দেশটির বেসামরিক নাগরিকদের রক্ষা ও তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সাহায্য করার জন্য ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতি চাপ দেন আমোস। উল্লেখ্য, আড়াই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ওয়েবসাইট।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.