কিশোরগঞ্জ দেওয়ানী আদালতের সিনিয়র আইনজীবী খন্দকার ফরিদ আহম্মদ মারা যাওয়ায় গতকাল সোমবার সোনালী ব্যাংকে টাকা লুটের ঘটনার মূল নায়ক সোহেল ওরফে ইউসুফ মুন্সীর মামাশ্বশুর সিরাজ উদ্দিন ভূইয়ার রিমা- শুনানী হয়নি। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলামের আদালতে রিমা- শুনানী হবে বলে আদালত সূত্রে জানা গেছে। কিশোরগঞ্জ বারের নিয়ম অনুযায়ী কোন আইনজীবীর মৃত্যু হলে ঐদিন আদালতের বিচারিক কার্যক্রম স্থগিত থাকে। শনিবার ভৈরব রেল স্টেশন থেকে সিরাজকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর তাকে ১০ দিনের রিমা- চেয়ে কোর্টে প্রেরণ করলে বিচারক রাজিবুল হাসান সোমবার রিমা- শুনানীর দিন ধার্য করে আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত সিরাজ উদ্দিন ব্যাংক থেকে টাকা লুটের ব্যাপারে আসামী সোহেলকে প্ররোচনা দিয়েছিল বলে র্যাব জানায়। গ্রেফতারকৃত সিরাজের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর পুমদি গ্রামে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।