লক্ষ্মীপুরের রায়পুরে এলজিইডির দুই কোটি ১৫ লাখ টাকার টেন্ডারের শিডিউল ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন মঙ্গলবার সন্ধ্যায় রায়পুর থানায় মামলাটি করেন। যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে সাধারণ ঠিকাদারদের ছিনতাইয়ের অভিযোগ থাকলেও এ মামলায় অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে। তবে জড়িতদের কাউকে গ্রেফতার বা ছিনতাই হওয়া শিডিউল উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে লক্ষ্মীপুর পুলিশ সুপার জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আক্তার হোসেন জানান, ঊধর্্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ কাজের জন্য পূনরায় টেন্ডার আহ্বান করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।