আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন

সিরিয়ার পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলোর জারিজুরি ফাঁস করে দিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বিদ্রোহীদের বিরুদ্ধে গোপন বন্দীশিবির স্থাপন করে প্রতিপক্ষের লোকজনকে নির্মমভাবে হত্যা ও নির্যাতনের অভিযোগ এনেছে। অ্যামনেস্টির অভিযোগে বলা হয়, আল কায়দা সংশ্লিষ্ট বিদ্রোহীরা শত শত শিশুকে অমানবিক অবস্থায় আটক করেছে। তাদের মধ্যে আট বছর বয়সী শিশুও রয়েছে। প্রাপ্ত বয়স্কদের সঙ্গে একই সেলে আটক রেখে তাদের নিয়মিত মারধর করাও হচ্ছে। জনসম্মুখে মাত্র কয়েক মিনিটের বিচার শেষে গুলি করে অথবা গলা কেটে মানুষ হত্যা সিরীয় বিদ্রোহীদের নিত্যকার বিষয়ে পরিণত হয়েছে। বন্দীদের বৈদ্যুতিক শক দেওয়া, নির্মমভাবে পেটানো, কোমরের সঙ্গে ঘাড় বেঁধে ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখার মতো অপরাধও তারা করছে। মানবাধিকার লঙ্ঘন সিরিয়া পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কয়েক মাস আগে আল কায়দা সমর্থিত বিদ্রোহীরা আটক একজন সিরীয় সৈন্যের কলিজা বের করে চিবিয়ে খায়। সিরিয়ায় মার্কিন হস্তক্ষেপ নিশ্চিত করতে বিদ্রোহীরা সে দেশে রাসায়নিক অস্ত্র ব্যবহারের নাটক সাজায় বলেও ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র আল কায়দাকে জঙ্গি সংগঠন বলে মনে করে এবং জঙ্গিবাদবিরোধী লড়াইকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। কিন্তু আরব বিশ্বের অপছন্দনীয় সরকারগুলোকে উৎখাত করতে তারা আল কায়দা সমর্থিত বিভিন্ন গ্রুপের সঙ্গেও জোট বাঁধছে। ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপজ্জনক সিরিয়াকে দুর্বল করতে তারা যে নীতিহীন কৌশল গ্রহণ করেছে তা দুর্ভাগ্যজনক। আমরা মনে করি নিজেদের ইসলামী যোদ্ধা বলে দাবি করলেও সিরিয়ার বিদ্রোহীরা কার্যত ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর শিখণ্ডি হিসেবে কাজ করছে। সিরিয়ায় ইসলামী শাসন প্রতিষ্ঠা নয়, ইসরায়েলের স্বার্থ রক্ষাই তাদের উদ্দেশ্য। যে কারণে ইসরায়েলও চায় সিরিয়ার বিদ্রোহীরা জয়ী হোক। প্রেসিডেন্ট আসাদের শাসন ব্যবস্থা ধসে পড়ুক। পশ্চিমা বিশ্বের যখন যেমন তখন তেমন নীতি মুসলিম দেশগুলোর জন্য অশনি সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এ বিষয়ে সতর্কতাই বাঞ্ছনীয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.