১৮ দলীয় জোটের হরতাল-অবরোধে গত ২ মাসে কঙ্বাজার-টেকনাফ সড়কের অর্ধশতাধিক গাছপালা কেটে ফেলা হয়েছে। অবরোধকারীরা গাছ কেটে সড়ক অবরোধের পর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অপসারণের নামে গাড়িভর্তি করে পাচার করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এভাবে গাছ কর্তন ও পাচারের ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। তবে পাচার হওয়া গাছ উদ্ধারে সড়ক ও জনপথ বিভাগের লোকজনের কোনো তৎপরতা দেখা যায়নি।
গতকাল সরেজমিন দেখা গেছে, উখিয়ার পালংখালী থেকে মরিচ্যা পর্যন্ত, কোটবাজার হয়ে সোনারপাড়া সড়কের উভয়পাশে ২০-৩০ বছরের পুরনো প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে অবরোধকারীরা। এলাকাবাসীর অভিযোগ, অবরোধকে পুঁজি করে কতিপয় কাঠ পাচারকারী রাতের অাঁধারে গাছ কেটে সড়কে ফেলে রাখে। পরে গাছ অপসারণের নামে গাড়িভর্তি করে নিয়ে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা গাছ কেটে নিয়ে যায়। অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী বলেন, যারা গাছ কেটেছে তারা প্রকৃতপক্ষে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করছে। সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার বলেন, রাজনৈতিক কর্মসূচির আদলে সড়কের গাছ কর্তনের অভিযোগে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।