আমাদের কথা খুঁজে নিন

   

একজন ধর্ষক যখন জনপ্রতিনিধি. এ জাতির মান সন্মান বলতে আর কিছু রইল না

fb.com/naminrng জাতীয়তাবাদ গণতন্ত্র জয়যুক্ত হোক

একজন ধর্ষক যখন জনপ্রতিনিধি..….… ১০ বছর আগে। ২০০৩ সালে। সেসময় এক পশুরূপী মানুষ নিজের ঔরষজাত মেয়েকে ধর্ষণ করেছিল। লোকমুখে যখন জানাজানি হয় তখন জনরোষে এবং গণক্ষোভের মুখে ঐ লোকটা এলাকা ছাড়তে বাধ্য হয়! কিন্তু এই দশ বছরে নদীর পানি বহুদূর গড়িয়েছে। যুগের গতি এখন প্রগতির রূপ নিয়েছে। সাথে মানুষগুলোও বিবেকহীন আধুনিক হয়ে গেছে। তাই ধর্ষণ এখন নিত্যনৈমিত্যিক ব্যপার। আর নিজের মেয়েকে ধর্ষণ! এটাও এখন ব্যাপার না..…!! এগুলো আগে যতটা ঘৃণার ছিল এখন আর ততটা ঘৃণার নয়! এই জন্যই ধর্ষকরাও আজকাল জনপ্রতিনিধি হয়ে উঠেছে! শুধু যে ধর্ষক তা নয়; বরং নিজ মেয়েকে ধর্ষণ করে আবার এমপি পদপ্রার্থী! মনোনয়নও পেয়ে গেছে! বিবেক তো হারিয়েছি; এবার লাজ-শরমটুকুও হারাতে বসেছি। [খুলনা ৫ (ফুলতুলিয়া-ডুমুরিয়া) আসনে আওয়ামী মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুল আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গুলশান থানায় মামলা করে তার মেয়ে ইলিউন এন ইসলাম]ফেসবুক থেকে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.