বিমান কর্তৃপক্ষ বলছে, অভ্যন্তরীণ রুটের জন্য ছোট আকারের উড়োজাহাজ ভাড়া করতে কয়েক দফা দরপত্র ডেকেও সাড়া মেলেনি।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো আমরা ছোট আকারের উড়োজাহাজ পাইনি। আশা করি আগামী বছরের জানুয়ারি শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে পেয়ে যাব।”
উড়োজাহাজ পাওয়া মাত্রই বন্ধ থাকা রুটগুলো পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।
গত ২৭ মে বিমান সদরদপ্তর বলাকায় এক সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল চলতি বছরের নভেম্বর থেকে বন্ধ থাকা অভ্যন্তরীণ রুটগুলো চালুর ঘোষণা দেন।
এজন্য দুইটি উড়োজাহাজ ভাড়ায় আনতে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রোপোজাল) চাওয়া হয়েছে বলেও জানান কেভিন স্টিল।
নভেম্বরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, উড়োজাহাজ পাওয়া না যাওয়ায় ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
উড়োজাহাজ সঙ্কটের কারণে বিমানের সাতটি অভ্যন্তরীণ রুটের মধ্যে পাঁচটিই বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে।
আন্তর্জাতিক সংযোগ ফ্লাইটের অংশ হিসেবে এখন শুধু সিলেট ও চট্টগ্রামের যাত্রীরা বিমানে ঢাকা আসা-যাওয়া করতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।